Posted in গল্প, সাহিত্য

শূন্যতা (অনু গল্প)

রমনার পাশের ফুটপাত ধরে হাটছি। ভয়াবহ জ্যাম থেকে বাচতে প্রায়ই আমি বাস থেকে নেমে পল্টন পযন্ত হেটে যাই। তবে ফুটপাতে হাটার সময় অন্য দিনের মত  আনন্দ  আজ পাচ্ছিনা।

১৫ দিনের মধ্য বাসা ছাড়তে হবে !
Continue reading “শূন্যতা (অনু গল্প)”

Posted in সাহিত্য

বয়লার কেন বিস্ফোরন হয়? এই দুর্ঘটনা রোধ করা কি খুব কঠিন?

ইঞ্জিনিয়ার হিসেবে এরকম প্রশ্ন আমার কাছে অনেকেই করে।
আসুন খুব সহজে কি করে এই দুর্ঘটনা রোধ করা যায় তা শিখে নেই।
আমার কর্মস্থলের কারখানাটি ১০০% কম্পায়েন্স করা। তারপরেও বয়লার সেকশনে সামনে এলে ননটেকনিক্যাল কলিগরা ভিতু
Continue reading “বয়লার কেন বিস্ফোরন হয়? এই দুর্ঘটনা রোধ করা কি খুব কঠিন?”

Posted in প্রবন্ধ

ক্যামেরা কেনার আগে ও পরে যে তথ্য গুলো আপনার জেনে রাখা দরকার

parts_and_controls

ছবি তোলা একটি শখ। অনেকেই ছবি তুলতে পছন্দ করেন। তবে সবাই ভাল ফটোগ্রাফার হতে পারেন না। পরিশ্রম মেধা আর অনুশীলনের মাধ্যমেই ফটোগ্রাফারকে তার লক্ষে পৌছাতে হয়। আজকে আমি নতুন একটি ক্যামেরা কেনার আগে আপনাকে যেসব ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে আমি তার কিছু টিপস দিতে চেষ্টা করব।
Continue reading “ক্যামেরা কেনার আগে ও পরে যে তথ্য গুলো আপনার জেনে রাখা দরকার”

Posted in প্রবন্ধ

মানুষের গায়ের বর্ন বা লিংঙ্গ নয় তার গুনকে মূল্যায়ন করতে হবে ।

ছবি টি ইন্টার নেট থেকে নেওয়া।
ছবি টি ইন্টারনেট থেকে নেওয়া।

সেদিন দুপুরের ছবিটা এখনো আমার চোখে ভাসে। বাইরে ছিল ঝকঝকে রৌদ্যু। আমরা কয়েকজন প্রাইমারী স্কুল থেকে ফিরে বাইরের সামনের খোলা উঠানে খেলতে ছিলাম। আমাদের পাশ দিয়ে হন-হন করে গ্রামের পল্লী ডাক্তার রফিক কাজী তার বাড়িতে ঢুকলেন। তারপর হঠাৎ চিৎকার চেচামেচি, হাউমাউ কান্নার শব্দ। দৌড়ে গিয়ে দেখলাম রফিক কাজী তার স্ত্রীকে পেটাচ্ছেন। কারন তার স্ত্রী তৃতীয় বারের মত Continue reading “মানুষের গায়ের বর্ন বা লিংঙ্গ নয় তার গুনকে মূল্যায়ন করতে হবে ।”

Posted in সাহিত্য

টোকাই

 

পথশিশু
পথশিশু

মায়ের ডাকে কভু ঘুম ভাংগেনা
আদর ভালোবাসা কেউ দেয়না
অনাহারে অর্ধাহারে দিন কেটে যায়
আমাদের খবর কেউ রাখেনা।
আমরা টোকাই আমরা রাস্তার সন্তান
তাই রাস্তাই ঠিকানা রাস্তাই আপন।

ওদের মত ব্যাগ কাধে স্কুলে যাইনা
লাল নীল স্বপ্নে কভু হারাই না Continue reading “টোকাই”

Posted in প্রবন্ধ

একজন মাহমুদুর রহমান ও মেরুদন্ডহীন আমরা

 

সত্যিকারের বীর প্রিয় মাহমুদুর রহমান
সত্যিকারের বীর প্রিয় মাহমুদুর রহমান

আদালত থেকে বের হয়ে মাহমুদুর রহমান ভাই যখন হাসিমুখে হাত উচিয়ে স্লোগান দিল কেন জানিনা সেই দৃশ্য দেখে আমার চোখ থেকে দু’ফোটা অশ্রু গড়িয়ে পড়ল। যন্ত্রনায় হৃদয় ক্ষতবিক্ষত হলো। আমরা তার জন্য কিছুই করতে পারলাম না। কতবড় স্বার্থপর আমরা !

একটা মানুষ আমাদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে কি দুর্বিসহ বিভিষিকাময় জীবন কাটাচ্ছে। অথচ আমরা নির্বিকার সয়ে যাচ্ছি!
এমনকি বিএনপির বহু নেতা সরকারের সংগে হাত মিলিয়ে জেল-জুলুম এড়িয়ে ব্যবসা বানিজ্য করে আরো কোটিপতি হচ্ছে।

আমি আমারদেশ পত্রিকায় লিখার সুবাদে বেশ কয়েকবার ওনার সংগে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমি নির্দ্বিধায় স্বীকার করি তার মত সাহসী মানুষ জীবনে খুব কমেই দেখেছি।
বিএনপি-জামায়াতের নয়াদিগন্ত, এনটিভি,বাংলাভিশনসহ সকল মিডিয়া যখন শাহবাগীদের বন্দনায় মত্ত তখন মাহমুদ ভাই প্রথম শিরোনাম করেছিল-
শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি : Continue reading “একজন মাহমুদুর রহমান ও মেরুদন্ডহীন আমরা”

Posted in রাজনীতি ও সমসাময়িক

জনগণের প্রতিনিধিহীন এই সংসদ নিয়ে অহংঙ্কার করা কতটা শালীন?

file
প্রধানমন্ত্রী আত্মতৃপ্তি নিয়ে বলেছেন, সংসদ ভাল চলছে। বিএনপি সংসদে নেই, তাই খিস্তিখেউড় নেই..। তিনি হাসিমুখে যখন কথা বলছিলেন, আমি তখন স্থানীয় বাজারের একটি সাধারণ খাবার হোটেলে বসেছিলাম। দোকানের টিভিতে তার সরাসরি ভাষণ চলছে। খেটে খাওয়া সাধারণ মানুষগুলো প্রধানমন্ত্রীর হাসি ভরা মুখের দিকে তাকিয়ে আছে।
যতই দিন যাচ্ছে প্রধানমন্ত্রীর চেহারা উজ্জ্বল হচ্ছে। আত্মবিশ্বাস বাড়ছে। একের পর এক গণবিরোধী সিধান্ত দিয়ে যাচ্ছেন। Continue reading “জনগণের প্রতিনিধিহীন এই সংসদ নিয়ে অহংঙ্কার করা কতটা শালীন?”

Posted in প্রবন্ধ

কেমন ছিল বাকশাল?

1_Fer
১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে বাকশাল নামের একটি অকল্পনীয় ভূতড়ে শাসন ব্যবস্থা চালু করেন তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান। তখন বাকশালকে জাতীয় রাজনৈতিক দল বলা হলেও মূলত এটা ছিল রাজতন্ত্রের আদলে তৈরী করা একটি শাসন ব্যবস্থা । জনগনের শাসক নির্বাচনে জনগনকে সম্পৃক্ত না করে প্রেসিডেন্টের একটিমাত্র আদেশের ফলে অন্যান্য সকল রাজনৈতিক দল কে বিলুপ্ত ঘোষনা করা হয়।
আমাদের সংবিধানে রাষ্ট্রের মালিক ছিল দেশের নাগরিকরা। কিন্তু সেই নাগরিকদের অনুমোদন না নিয়েই বাকশাল চালু করা হয়। সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিকরা যখন স্বাধীনতা আর গনতন্ত্রের স্বপ্নে বিভোর ছিল, তখন হঠাৎ করে চাপিয়ে দেওয়া বাকশাল তাদের কাছে ছিলো দুঃস্বপ্নের মতই।
এই সিধান্ত ছিল স্বৈর শাসকদের মত Continue reading “কেমন ছিল বাকশাল?”